Sunday 21 October 2012

Indica by Megasthenes ( মেগাস্থেনিস এর ভারত বিবরণ )

 
 
মেগাস্থেনিস হলেন প্রথম বিদেশি পর্যটক যার লেখা ভারত ভ্রমণ কাহিনির কথা আমাদের জানা আছে। যদিও, তাঁর মূল গ্রন্থ "ইন্ডিকা" কাল-এর করাল গ্রাসে অবলুপ্ত হয়েছে।
মেগাস্থেনিস  হলেন প্রথম বিদেশি রাজদূত যার উল্লেখ ভারতীয় সূত্র থেকে পয়া যায়। খ্রী পূ ২৯৮ অব্দের পূর্বে কোনও এক সময় তিনি ভারতে আসেন ব্যাবিলন এর রাজা সেলুকাস নিকেতর এর দুত হিসাবে, মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য এর রাজধানী পাটলিপুত্র তে। এর পর তিনি সেখানে কয়েক বছর কাটান এবং পরবর্তীকালে তার বিবরণ লিখে যান।
এই মূল গ্রন্থ "ইন্ডিকা" হারিয়ে গেলেও এরিয়ান, স্ত্রাবো, ডায়োডেরাস প্রমুখ পরবর্তীকাল এর লেখক দের রচনায় যে বহুল উধ্রিতি ব্যবহার হয়েছিল তার একটি সংগ্রহ জার্মান মনিষী সয়ানবেক ১৮৪৬ খ্রী তে প্রকাশ করেন।
এটি ভারত ভ্রমণ সম্পর্কে প্রথম বই। এটি    http://vromonkahini.blogspot.in/ এর তরফ থেকে পূজা উপহার!!